| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইরানের সাহসিকতার প্রশংসা করলেন ট্রাম্প


ইরানের সাহসিকতার প্রশংসা করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক     26 June, 2025     11:47 AM    


নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনে ইরানের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।

বুধবার (২৫ জুন) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কি না, এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। তিনি বলেছেন, ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে।

তিনি বলেন, যদি তারা (ইরান) তেল বিক্রি করতে চায়, তাহলে তা করছে পারে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে।

দেশটির (ইরানের) আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন আছে বলে জানান ট্রাম্প।